[ad_1]
মাটি হয়ে যাও, মাটিতেই মিশে যাও,
সেখানেই তোমার জন্ম, সেখানেই তোমার ঠাঁই।
মাটির কোলে শুয়ে,
শান্তির ঘুম তুমি পাবে,
সকল দুঃখ-কষ্ট ভুলে,
নতুন জীবন তুমি লাভ করবে।
মাটিতেই শুধু রঙিন ফুলেরা ফোটে,
মাটিতেই শুধু সুগন্ধি ফল ধরে,
মাটিতেই শুধু জীবনের স্পন্দন জাগে,
মাটিতেই শুধু নতুন জীবনের বীজ বপন করে।
তুমিও মাটি হয়ে যাও,
নতুন জীবনের বীজ হয়ে যাও,
ফুটে উঠো রঙিন ফুলে,
মাতিয়ে দাও পৃথিবীকে তোমার সুবাসে।
মাটিতেই তোমার মুক্তি,
মাটিতেই তোমার পরিত্রাণ,
মাটিতেই তোমার চিরস্থায়ী বাসস্থান।
চির আপন মাটি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |