[ad_1]
অপরিচিতা
সে-তো কল্পনার কাব্য,
সে-তো কবি প্রতিভা জাগানো কবিতা।
চোখে তার স্বপ্নের আলো,
মুখে তার হাসির রহস্য লীলা।
অপরিচিতা সে,
অস্পষ্ট তার পরিচয়।
মনের আকাশে ভেসে বেড়ায়,
মেঘের মতো অনন্ত, অবয়ব।
কখনো সে প্রেমিকা,
কখনো সে বন্ধুত্বের আঁচল।
কখনো সে মায়ের মতো,
কখনো সে ভগিনীর মতো।
সে-তো সব রূপের রাণী,
সে-তো সব সুন্দরের আধার।
কবির কল্পনায় সে অমর,
সে-তো কবিতার প্রাণ।
অপরিচিতা টু - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |