[ad_1]
দৃষ্টির অগোচরে,
হৃদয়ের স্পন্দনে,
তুমি থাকো কাছে,
অদৃশ্য সঙ্গী মনে।
শব্দের অপেক্ষায়,
কান পেতে থাকি,
তোমার মৃদু কথা,
শুনতে মন আকুল।
স্পর্শের অভাব,
হৃদয়ে বেদনা জাগায়,
তোমার সান্নিধ্যের,
অপেক্ষায় থাকে প্রাণ।
অদৃশ্য তুমি হলেও,
থাকো চির কাছে,
হৃদয়ের বন্ধনে,
অবিচ্ছেদ্য সঙ্গী।
তোমার ভালোবাসা,
জীবন করে উজ্জ্বল,
দৃষ্টির অগোচরে,
থাকো তুমি অমলিন।
উৎসর্গ - মিজানুর রহমান 🥰
যার হাতের ছোঁয়াতে জাদু মেশানো।
তুমি থেকো মনে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |