[ad_1]
বসন্তে হাওরের রূপ
সবুজে ডানা মেলে দিয়েছে প্রকৃতি,
বসন্ত এসেছে হাওরের বুকে।
ফুলে ফুলে ভরে উঠেছে চারদিক,
কুয়াশার চাদরে ঢাকা নীল আকাশে।
হাওরের জলে ঝিলিমিলি রোদের আলো,
নৌকার ছায়া দুলছে জলের গায়ে।
দূরে দূরে গ্রামের ছোট্ট ঘরবাড়ি,
ধানক্ষেতে শিউলি ফুলের মায়াবী সুবাসে।
পাখির কলতানে মুখরিত হাওরের বুক,
মৌমাছিদের গান ভেসে আসে বাতাসে।
মাছ ধরার জাল ফেলেছে জেলে,
হাওরের মাঝে খেলা করে শিশুরা।
বসন্তের হাওয়ায় নতুন প্রাণ পেয়েছে হাওর,
প্রকৃতির সৌন্দর্যে মন হারিয়ে যায়।
দূর-দূরান্ত থেকে আসে পর্যটক,
হাওরের রূপ দেখে মুগ্ধ হয়।
হাওরের রূপ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |