[ad_1]
একদিন তুমিও চলো আমার সাথে,
যেখানে চেনা মানুষেরা থাকবে অনেক দূরে!
নিঝুম আধারে ঘেরা জঙ্গলে
ব্যাস্ত তুমি-আমি নিজ মঙ্গলে।।
পাখিরা গান গাইবে ডালে ডালে,
হরিণ ছুটবে ঝোপের আড়ালে।
নদীর তীরে বসে গল্প করবো,
আকাশে তাকিয়ে স্বপ্ন দেখবো।
কেউ জানবে না আমাদের কথা,
কেউ ভাববে না আমাদের মাথা।
শুধু তুমি আর আমি থাকবো,
এই মুক্ত প্রকৃতির কোলে হারিয়ে যাবো।
দূরে থাকবে সকল চিন্তা-ভাবনা,
শুধু থাকবে তুমি আর আমার গান।
এই একদিন হবে অসাধারণ,
স্মৃতিতে থাকবে চিরকাল।
তুমি কি রাজি আমার সাথে যেতে?
এই অপূর্ব সুন্দর জগৎ দেখতে?
হ্যাঁ বলো তুমি, দেরি করো না,
এই ডাকে সাড়া দাও, থেমে থাকো না।
জঙ্গলে একদিন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |