[ad_1]
স্পর্শের আগুন, চুম্বনের আঁচ,
জ্বলছে হৃদয়ে, বেদনার বাঁধ।
কি করে ভুলবো তোমার সান্নিধ্য,
যেখানে ছিল শুধু মধুর বন্ধন।
তুমি যে চলে যাচ্ছো, চোখে জল,
মনটা ভাঙছে, হচ্ছে বিষণ্ণ।
স্মৃতির পাতায়, তোমার ছবি,
থাকবে চিরকাল, মনেতে জ্বলবে আগুন।
কি করে ভুলবো তোমার কথা,
যেগুলো ছিল মনের অমৃত।
হতাশার মাঝে, খুঁজছি আশার আলো,
কিভাবে বাঁচবো, একা একা।
তুমি যে চলে যাচ্ছো, চিরতরে,
দুঃখের সাগরে, ডুবে যাচ্ছে সকল স্বপ্ন।
কি করে ভুলবো শরীরের তাপ? - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |