[ad_1]
পথ বেঁধেদিলো বন্ধনহীন গ্রন্থি,
আমরা দুুুজন চলতি হাওয়ার পন্থি।
হৃদয়ের স্পন্দন মিলে গেছে গানে,
এক আকাশে ভেসে বেড়ায় দুটি প্রাণ।
মুক্ত মনের আকাশে উড়ি,
স্বপ্নের রঙে রাঙিয়ে ভুবন।
কখনো মেঘের আড়ালে লুকিয়ে থাকে চাঁদ,
কখনো ঝড়ের তীব্রতায় কাঁপে গাছপালা।
তবুও থেমে থাকে না আমাদের পা,
হাতে হাত রেখে এগিয়ে যাই দুজনা।
মুক্ত মনের আকাশে উড়ি,
স্বপ্নের রঙে রাঙিয়ে ভুবন।
জীবনের পথে পৃথক হতে পারে পথ,
মনের বন্ধন কখনো ভাঙবে না।
দূরত্ব যতই থাকুক, মনে থাকবে মুখ,
স্মৃতির ছায়ায় হৃদয় হবে ভরা।
মুক্ত মনের আকাশে উড়ি,
স্বপ্নের রঙে রাঙিয়ে ভুবন।
( উৎসর্গ - প্রিয় স্যার -কাজী লুৎফুল বারী ও মিসেস লুৎফুল বারী ম্যাম কে ❤️।
পথ বেঁধেদিলো বন্ধনহীন গ্রন্থি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |