হে অনাগত
ধ্বংসাও আজি লৌহ কপাট,
সহস্র পদদলে ভেঙে ফেলো তালা দেওয়া দ্বার,
যে দ্বার দেয় নাকো আমার ন্যায অধিকার।
রাষ্ট্রের সংস্কার চাই,
জনগণের অধিকার ফিরে পেতে চাই,
বৈষম্যবিহীন বাংলাদেশ চাই।
চাই চাই চাই,
রাষ্ট্রের সংস্কার চাই,
না হয় চলবে আন্দোলন,
অপ্রতিরোধ্য বৈষম্যহীন।
চলবে কবির কলম,
ভাঙতে নিয়মের বেড়াজাল,
ছাত্র ছাত্রীদের অহিংস কোটাবিরোধী আন্দোলন।
হে অনাগত,
তুমি আনো স্বাধীনতার নতুন জোয়ার,
যেন তোমার হাতে,
নতুন সূর্য উদিত হয়,
আলোকিত বাংলাদেশে।
বৈষম্যহীন বাংলাদেশ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |