প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ
শহীদ আবু সাঈদ – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
হে বিদায়ী বীর,
তোমার এই ত্যাগ তোমাকে অমর করে রাখবে।
আজীবন মনে রাখবো তোমার নাম,
আবু সাঈদ, প্রথম শহিদ কোটা সংস্কার আন্দোলন।
তোমার রক্তের অক্ষরে লেখা
একটি ইতিহাস, এক মহাকাব্য,
যা যুগে যুগে প্রেরণা হয়ে থাকবে,
আমাদের সকলের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
তোমার সাহস, তোমার আত্মত্যাগ,
আমাদের পথ দেখাবে,
যে পথে তুমি হেঁটেছ,
সেই পথেই আমরা নতুন দিনের স্বপ্ন দেখবো।
হে বীর, তোমার স্মৃতি আমাদের শক্তি,
তোমার নাম হবে চিরকালীন গৌরবের চিহ্ন।
বল বীর চির উন্নত মম শির।
শহীদ আবু সাঈদ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |