[ad_1]
ইমাম হাসান সোহান, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে ধোপাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ধোপাখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। ধোপাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ আজাদ এর সভাপতিত্বে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ।
ধোপাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি জনাব হাসানুজ্জামিল শাহিন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল,ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, মধুপুর পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকার, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ।
স্বরণকালের বিশাল এই জনসভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোপাখাখী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু সহ ধনবাড়ী উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেন,’ আজ চৌদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস । আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। যার ডাকে মুক্তি যুদ্ধ হয়েছিল এবং আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আবার আমরা একটা নির্যাতিত সরকার এর কাছ থেকে প্রায় সাড়ে পনেরো শত ছেলেমেয়েদের আত্মাহুতির মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করতে পেরেছি। পঁচিশ হাজার নেতাকর্মী আহত হয়েছেন । ইতিমধ্যে টাঙ্গাইলের যারা আহত নিহত হয়েছেন আমি অনেকের বাড়িতে গিয়েছি , খোঁজ খবর নিয়েছি, কিছু অনুদানও দিয়েছি আমরা । যারা আত্মাহুতি দিয়ে আজকে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে তাদের আমরা ভুলবো না । এতো দিন মানুষ স্বাধীন ভাবে ভোট দিতে পারে নাই । কিন্তু এখন সুযোগ এসেছে বিএনপি কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার । আমাদের নেতা তারেক জিয়া জনগণের জন্য যে সব উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের স্বপ্ন দেখছেন তা পূরণ করতে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন ‘।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |