[ad_1]
শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা, দেশপ্রেম এবং উৎসবের আমেজে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয়ের এই মাহেন্দ্রক্ষণ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের পর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো দলীয় নেতাকর্মীদের নিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, সেনা ক্যাম্পের মেজর মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, এবং থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তাঁদের মূল্যবান বক্তব্য দেন।
দিনব্যাপী কর্মসূচিতে ছিল শ্রদ্ধাঞ্জলি, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিভিন্ন স্টল প্রদর্শনী, দোয়া মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের আনন্দে মুখরিত হয়ে ওঠে কালিহাতীর আকাশ-বাতাস। বিজয়ের চেতনা আর শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে কালিহাতীবাসী একাত্ম হন বিজয়ের মহোৎসবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |