এই যে আমার ভিতরের এত বিশাল নিঃসঙ্গতার ঢেউ আছড়ে পড়ে রোজ আমাকে একটু একটু করে তীর ভাঙ্গার মত করে ভাঙ্গে !
তুমি কি জানো ? আমার আমিটাকে কেউ মনে রাখেনি ? আমি সারাদিন গাঙ্গচিল হয়ে সফেদ ডানায় একা একা উড়ি , কই !আমার জন্য তুমি আকাশ খুলে বসেছো কখনো ?
আমাকে কখনো বলোনা অনেক ভালবাসি, আমি ডানা ঝাপটানো পাখির মত ফটফটিয়ে আকাশ দাবড়াই । নিষ্ঠুর ঝড়ে একাই উড়ি । আমাকে ঠাঁই দেওয়ার মত কোন গাছ হয়ে দাঁড়ায়নি কেউ । ক্লান্ত হয়ে নিজের চোখ বুঝে আসে যখন আমি আবার আকাশে চোখ মেলি আমি জানি আমার থেমে যাওয়া মানেই চির বিদায় , আমার থেমে থাকা চলবে না । ভিতরে রক্তার্ত হৃদয় , কষ্টের বিগলিত ধোয়ার কুন্ডলী পুষি । আমি তবুও একা একা আকাশে উড়ি ।
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |