ম্যাচুরিটি শব্দটা না জানা ভালো , তাহলে তুমি অবুজ হয়ে জীবন উপভোগ করতে শিখবে ।হুট করে যা মন চায় তাই করে বসবে তাতে দেখবে রিগ্রেট ফিল হবে না। কিন্তু আফসোস কি জানো যেদিন থেকে তুমি ম্যাচুরিটি ফিল করতে শুরু করবে সেদিন থেকেই নিজেকে সবার কাছ থেকেই আলাদা করে নিবে ।তোমার সমস্তটা অভিমান জায়গা করে নিবে । কারো প্রতি এক বিন্দু অভিযোগ থাকবে না ।
আসলে কি জানো ? ম্যাচুরিটি জিনিসটা একবারে হঠাৎ ফিল করা আসেনা । ক্রমাগত ধাক্কা খাওয়া , বিমুখ হওয়া , কাছের মানুষ গুলোর অচেনা রূপ আর ভালোবাসার অভাব বোধ তোমাকে ম্যাচিউর করে তোলবে ।
ম্যাচিরিটি সহজ অর্থ আমার কাছে , জীবনে ঘটে যাওয়া সব কিছু সহজ ভাবে গ্রহন করা । নিজের মন ভেঙ্গে গেলেও কাউকে বুঝতে না দিয়ে নিজের ভিতরের আবেগ গুলোকে চাপা দেওয়া । অথচ এই যে নিজের ভিতরে এক দিঘী কষ্ট পুষে স্বাভাবিক থাকার প্রাকটিস এটা সহজ নয় ।
এই মুখোশে নিজেকে আড়াল করা এটাই সম্ভবত আমার কাছে ম্যাচুরিটি ।
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |