এক সময় আপনি বুঝতে পারবেন , ভালোবাসা আর ভালো রাখার মধ্যে পার্থক্য কি । আপনি বুঝতে পারবেন প্রমিজ করা আর দায়িত্ব গ্রহন করার মধ্য পার্থক্য কি ? আপনি তাও জেনে যাবেন মানুষের ব্যবহারে তার কথার ও কাজের মিল কতটুকু ।মানুষ মুখে যা বলে আসলে বেশীর ভাগই আবেগ তাড়িত কথা ।আপনি বুঝতে পারবেন দিনশেষে কেউ থাকে না ।
এই সময়টা পার হলেই আপনি আপনার নিজের জন্য নিজে হিরো হয়ে দাঁড়িয়ে যাবেন আপনাকে রক্ষা করতে ।আপনি জেনেই যাবেন মানুষ আপনার সৌন্দর্যে ও গুনে বিমোহিত হলেও আপনার যত্ন করতে তারা আপনার জীবনে আসবে না ।নিজের কান্না গুলো মুছাতে নিজের হাত ছাড়া কারো হাত পাবেন না । যদি পানও তাতে ও আপনার মূল্য চুকাতে হবে ।
আপনি জেনেই যাবেন , মানুষ তার নিজের ভালো থাকার জন্য অন্যকে চুজ করে ।মানুষ আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করবে ।এই যে জেনে যাওয়া ভালো , মন ভাঙ্গা ভালো , নিজের চারপাশের মুখোঁশ পরা মানুষ গুলো চিনে রাখা ভালো কারন তাহলে আপনি নিজেকে ভালো রাখতে শিখবেন।
~মাসুমা ইসলাম নদী -
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |