কর্মা বলতে একটা শব্দ আছে এই দুনিয়ায় তুমি যা করবা তা একদিন তোমার দিকে ফিরে আসবে । কিছু রিভেন্স নিতে হয় না । তা প্রকৃতি ফেরত দেয় । আমি যদিও রিভেন্স নেওয়ার পক্ষ পাতিত্ব না । তবু ও পৈশাচিক ভাবে আনন্দ না পাইলেও অবাক হই । যখন আমি হেরে যাই তখন উপর ওয়ালার দিকে তাকিয়ে জাষ্টিস খুঁজি আর আল্লাহ কে কানে কানে বলে দেই তুমি টেক কেয়ার করো ।কি অদ্ভূদ ভাবে সে তার বিচার কে ফেরত দেয় । আমি শুধু অবাক হয়ে ভাবি । ধন্যবাদ দেই সৃষ্টিকর্তা কে এত ভালবাসে আমাকে তার জন্য।
Fact :-কাউকে দুটোমন্দ কথা বলার আগে নিজের দিকে তাকাও কাউকে দোষারূপ করার আগে নিজের কর্মফল দেখো তবে বুঝতে পারবা । আজকে তুমি মন্দ যা করবা তার দ্বিগুন ফেরত আসবে ।কারন এটা ল অফ ন্যাচার । আজ জিতে যাচ্ছো বলে কাল যখন ঈশ্বর হিসাব টানবে তখন জিততে পারবা তো ?
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |