প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২২, ১২:৩৪ অপরাহ্ণ
জীবনটা রঙ্গীন
জীবনটা রঙ্গীন কিন্তু কিছু সময় ওটা সাদা কালো ও টক্সিক মনে হতে থাকে কারন নিজের গাটস গুলোকে যখন আমরা ভুলে যাই তখন জীবনটা অসহনীয় পর্যায়ে চলে যায় ।
টক্সিক রিলেশন গুলোতে যখন বেঁচে থাকায় অভ্যস্হ্য হয়ে পরি । ভেবেই নেই আমরা জীবনের এই নিয়ম থেকে বের হতেই গেলে ট্যাবু হয়ে যাবে জীবন যাপন । মানুষ ও সমাজ আমাদের ভ্রুকুটি করবে । কিন্তু একই ধাঁচের মেনে নেওয়া জীবন , আমাদের কখন - কখনও নিজস্ব চিন্তা বোধের সুখগুলোকে বধির করে তোলে ।এই যে নিজের জন্য সমান্য বাঁচা এটা মন্দ না , চলুন জীবন না পাল্টে সামন্য নিজেকে পাল্টাই
১/অন্য মানুষ যখন তার নিজের জন্য আমার কাছে কিছু চাইবে , তা দেওয়ার আগে একটু ভেবে নেই । উজার করে কাউকে কিছু দিলে সে স্বৈরাচারী হয়ে উঠে । অতিরিক্ত সবই বিষ । তাই সম্পর্ক গুলোতে নিজেকে উজার করে এফোর্ট দিতে গিয়ে আমাদের ভাবা উচিত । অন্যের চাওয়া পূর্ন করতে গিয়ে সামন্য বিরতি নিন । ভেবে তারপর সিদ্ধ্যান্ত নিন ।
২/আমদের ভিতর যখন পুড়ে যায় , নিজের সাথে যখন নিজের যুদ্ধতা লেগেই যায় তখন শান্ত ভাবে নিজেকে জিজ্ঞাসা করা উচিত আপনি কি চান ? কারন সবাই আপনার বাহির দেখে জাজ করবে কিন্তু আপনি জানেন কতটা অসহায় আপনি । তাই নিজেকে প্রশ্ন করুন ।
৩/নিজের প্রতি সামান্য দয়ালু হোন । আপনি গিভার ,তাই বলে সব সময়ই সবাইকে বিলিয়ে দিয়ে নিঃস্ব হবেন তা কিন্তু নয় । যে কোন সম্পর্কে নিজেকে উজার করে দিতে হয় না । নিজের জন্য সময় , নিজের মনের সেটিসফেকশনের জন্য সামন্য কিছু করতে শিখুন । নিজের ইচ্ছা গুলো যদি পূর্ন না ও হয় তবুও সামান্যই চেষ্টা করুন ।
৪/ সোস্যাল মিডিয়ায় ব্যবহারে অবশ্যই আপনি মনোযোগী হবেন । এমন কিছু প্রকাশ করা থেকে বিরত থাকুন যা প্রকাশে নিজের ইনার পিচ নষ্ট হয় ।আর যদি প্রকাশ করেন ই তবে চুজ করে নিবেন কারা আপনার ফলোয়ার হওয়ার যোগ্য । কারা যোগ্য নয় ।
৫/ আপনি কখনো নিজের সিদ্ধ্যান্তে অন্যের দেখানো সীমা রেখা গুলো নিজের ক্ষেত্রে প্রয়োগ করবেন না ।অন্যকে কখনো আপনার সিদ্ধ্যান্তে নাক গলাতে দিবেন না ।
৬/আপনি নিজের জন্যে নিজের একটা জীবন যাপনের সংজ্ঞা তৈরী করুন । নিজের রিল্যাক্স লাগে এমন কিছুতে নিজেকে যুক্ত করুন ।
কখনো মানসিক শান্তির ক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না ।
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |