প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৫:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২২, ১২:৩৬ অপরাহ্ণ
মানুষ কেউ কাউকে ছেড়ে যায় না
মানুষ কেউ কাউকে ছেড়ে যায় না , ভালোবাসা
কেবল আমাদের ছেড়ে যায় । ইমোশন কে বুকের আড়াই ইঞ্চি গভীরে দাফন করা শিখে যাই আমরা। তারপর হঠাৎ করে বছর পেরিয়ে যায় ।
মনে পড়ে যায় কেউ একজন ছিল ।সুগন্ধি রুমাল যেমন আলমারীর কোনে কেউ যত্নে ভাঁজ করে রাখে তেমনি কোন বিশেষ মানুষটা ও এমন করে যত্নে রাখা থাকে । সেই স্মৃতি বয়ে বেড়ানো যন্ত্রনার না , কেবল ভুলে থাকার চেষ্টা কষ্টের হয় । যখন মনে পড়ে তার কথা গুলো মনে পড়ে গোটা আস্ত সংসার তার সাথে সাজানো কল্পজগতে । সেই সংসারের মায়াটা কোন অজানা কারনে কাটে না । কারন ভালোবাসা ও একদিন ফুরোয় কিন্তু মায়া ফুরায় না ।
একটা মানুষ কতটা ভালোবাসলে তার থেকে দূরে যেতে চায়না তা মনে পড়ে ।প্রতিদিন তার দরজায় কড়াঘাত মনে পড়ে । শেষে মনে পড়ে আমার ভুলে তাকে থাকতে হবে এই বাক্যটা ।
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |