প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২২, ১২:৩৮ অপরাহ্ণ
আমি যাই হয়ে জন্মাই না কেন মানুষ হবো না
তারপর বহুশতক পরে যদি , আবার দ্বিতীয় বার ফিরিয়া আসি এই পৃথিবীর তটে , আমি সব কিছু হয়ে জন্মাতে চাই , কেবল মাত্র মানুষ হয়ে জন্মাতে চাই না । ভীষণ তরো ভয়ংকর মুখোশে নিজেকে আড়াল করে রাখা , এই মানুষ নামক প্রানী গুলোই একমাত্র প্রানী যার ভিতর ও বাহির নামক দুটো জীবন থাকে । একেকটা একটা ভয়ংকর মিথ্যাচারে ওরা নিজেকে আড়াল করে বাস করে । লোক দেখানো সমাজ বলে ওরা মিথ্যা দিয়ে জীবন অলংকৃত করে ।
আমি যাই হয়ে জন্মাই না কেন মানুষ হবো না ।
~মাসুমা ইসলাম নদী -
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |