মেয়েদের নিজস্ব কোন চুলের ঘ্রান নেই! যেটা থাকে সেটা শ্যাম্পুর স্মেল।
ঘুমালে সব মেয়েকে সুন্দর লাগে! এটা কিছু ছেলেরা কেন বলে আমার জানা নাই।
ঘুমালে সবার মুখ তৈলাক্ত, ফুলে থাকে। নিজের চেহারাই তখন নিজের ভালো লাগে না। এটাই বাস্তব।
সিল্কি চুল Fresh Look চোখে কাজল গোলাপী ঠোট।
এমন রুপেই ছেলেরা মেয়েদেরকে কল্পনা করে।
But Trust Me বাস্তবে সবসময় এমন পরিপাটি হওয়ার সময় থাকে না। থাকলেও অতটা ইচ্ছে করে না। মেয়েদের শরীর কোন ফুলের বাগান না, যে সুরভিত Smell থাকবে।
মেয়েদেরও ঘাম হয়, ঘেমে একাকার হতে হয় ঘামে, ক্লান্তিতে, চিন্তায় মুখ কালো হয়ে থাকে।
পরিপাটি হয়ে হয়তো ৩/৪ ঘন্টা থাকা যায়। কিন্তু সব মেয়েই সাধারণভাবে থাকতে পছন্দ করে। আপনারা কল্পনাতে সবসময়, একটা পুতুলকে চিন্তা করেন।
তারপর যখন বাস্তবে আর তাকে সেভাবে পান না, তখন আর তাকে ভালো লাগে না। সাধারনভাবে চিন্তা করুন। যে যেমন তাকে সেভাবে।
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |