নক্ষত্রেরা কি মরে আবার পূর্ন জন্ম নেয় ?
তাহলে ব্যাবিলনের শূন্য উদ্দ্যানে কি আমাদের আবার দেখা হবে ?বলতে পারো?
না , প্রিয়তম আমরা কেউ আর ফিরবো না ।
পৃথিবীর চিরায়িত হিমঘরে আমি ফিরবো
সমস্ত একাকীত্ব আর অভিমানের খেয়ায় ।
সেদিন তুমি জন্মান্তরের বিকাশ খুঁজো ,
একটা রঙ্গিন প্রজাপতির ডানায় ভর করে ।
অথচ তুমি জানো এই যে সন্ধ্যা নামলো বলে ,
আমার ঘরে ফেরার তারা, ট্রেন ছোটল বলে ॥
তোমার নিত্য ডাল,চালের সদাঁই ,
বাচ্চার দুধের টিন কেনার তাড়া, এই যে তোমার ঘরে ফেরার আকূলতা ।
আমি ও অভ্যস্ত হবো , কারো জন্য চায়ের গরম
জল চাপিয়ে উনুনে , রাঁধবো মাছ পটলের দোলমা, আমি ও পথ ভুলো মনে গাইব কিছু গান ।আমিও নিজেকে ভুলে যাবো ।
যখন রাত নামবে আমাদের আকাশ জুঁড়ে ,
চিতার চোখের মতন জ্বল জ্বল করা মখমলি নক্ষত্র খঁচিত রাত ।
অভ্যাসে ক্লান্ত তুমি , হয়তবা ঘুম ভেঙ্গে আমার চোখ তোমার পড়বে মনে , কখনো আমার কথার ফুল ঝুঁড়ি , মনে পড়বে কে একজন ছিলো তোমাকে ভীষণ স্নেহ করতো ঠিক তোমার মায়ের মতই করে , মনে পড়বেই ।
আর আমি ও মনে করবো আমার ফেলে আসা হৃদয়ের টুকরো টুকরো চিহ্ন গুলো তোমার পথে বিছানো। তোমার জন্য তৈরী করা স্বযতনে আমার আয়োজন ॥
যেখানে সাজানো আমার ফেলে আসা মন , আমার সবটুকু উজার করা প্রেম এবং আর রেখে আসা হাসিখুশি আমিটাকে , তুমি সময় করে ছুঁয়ে দেখো ,জানো তো তোমার তৈরী করা নিয়ম আমি ভাঙ্গবনা ॥
আমি রোজ তেমন করেই ভালোবাসবো তবে কখনো প্রকাশ করার জন্য আর ফিরবো না ॥
~আমি ফিরবো না
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |