মানুষ সঠিক হয় না তাদের যোগ্যতার অধিক পেলে মানুষ কখনো তা মূল্যায়ন করে না । আপনি যদি আপনাকে কারো কাছে মুখোশহীন ভাবে জমা দেন, তবে আপনি অবহেলা পাওয়ার যোগ্য হয়ে যাবেন , কেননা সে মানুষটা ভেবেই নিবে আপনার তার ভালোবাসা পাওয়ার অধিকার একটা লিমিটে সীমাবদ্ধ । তাছাড়া ধরেই নিবে যতই অনাদর অবহেলা সে করুক না কেন, আপনি পড়েই রইবেন তাকে আঁকড়ে ধরে ।
কিন্তু সত্যিটা কি ঘটে জানেন তো ! কাউকে অনাদর ও অবহেলা করার মত অপমানের শিক্ষাটা দিলে মানুষ নিজের ভুল থেকে ধীরে ধীরে বের হয়ে আসে ।তখন মায়া থাকলে আর ভালোবাসার মানুষটার কাছে চাওয়ার কিছু থাকে না ।নিজেকে গুটিয়ে নেয় । এক সময় সে বুঝতে পারে সে ভুল মানুষটাকে ভালোবেসেছিল ।
~মাসুমা ইসলাম নদী
টাইপোগ্রাফি : Forhad's Work
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |