নিজের কাছে এক্সপেকটেশন ?
হূমঃশান্ত একটি মন চাই ।
যেখানে কারো কথায় আমার রিয়েক্ট হবে না ।
কারো কথার আঘাতে আমার মন কখনই খারাপ হবে না । শুধু নিজের আত্ম উপলব্ধির উপর ভরসা করে বেঁচে থাকতে শিখব ।
একটা শান্ত মন চাই , যে আমাকে চলার পথে সমস্ত প্রতিকূলতা কাটতে সাহায্য করবে ।যে কোন ভয় কে জয় করার জন্য আমাকে অনুপ্রানিত করবে । আমার যে মনে কখনও দুঃখ গুলোকে জাজ করবে না । কারো কাছে এক্সপেকটেশন রাখবে না মানে কারো কাছেই না ।যে মন ছোট ছোট জিনিষে খুশি হওয়া শিখবে।এবং সুখ আর দুঃখ গুলো ও একটা জীবনের অংশ সেটা বুঝতে পারবে ।
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |