কখনও এমন কারো জন্য অপেক্ষা করা উচিত না , যে আপনাকে অপেক্ষাতে রাখে । যার প্রথম চয়েজ আপনি কখনও হতে পারেন নি তাকে কখনও আপনার প্রথম চয়েজ বানিয়ে রাখবেন না ।
যে মানুষটা আপনাকে কখনও টেক্স রিপ্লে দিতে অনেক দেরী করে ইচ্ছে করে ।সে মানুষটা আপনার জন্য কখনও চিন্তিত না । তার কাছে আপনি ছাড়া ও অনেক ব্যাকআপ প্ল্যান আছে ,আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরো অনেকেই আছেন ।
যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায় কখনও ভেবে নিবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসে । ভালোবাসা মানেই চ্যাটে ও টাচে থাকা । ভালবাসা মানেই দিনশেষে আপনি ভালো আছেন কিনা নিঃশ্চিত জানা ।
কখনও তাকে বিশ্বাস করবেন না , যে মানুষটা আপনাকে মুখে বলে আপনাকে সে ভীষণ ভালোবাসে কিন্তু তার কাজে ও এ্যাকশনে সে বুঝাতে ব্যার্থ হয় । ভালোবাসা তার আপন রাস্তা তৈরী করে নেয় ।
যে মানুষটা আপনাকে ভালোবাসে সে ঘুম ভেঙ্গেই আপনাকে মনে করবে এবং ফোন হাতে আপনাকে খোঁজবে । সে না চাইলেও তার ভালোবাসা তাকে বাধ্য করবে ।
এমন কারো জন্য অপেক্ষা করুন যে মানুষটা আপনাকে সম্মান করবে, আপনার জন্য তার মায়া উপচে পরবে । যে মানুষটা তার হৃদয়টা জমা রাখবে । কখনও আপনি যে বিষয় নিয়ে কমফোর্ট না সে বিষয় টা ইগ্নোর করবে ।আপনার কাছে কোন গোপনত্ব রাখবে না ।
ভালোবাসা অদ্ভূত সুন্দর অনুভূতি ।এ অনুভূতি কখনো লুকানো যায় না । আপনি তার চোঁখেই সে অনুভূতি খুঁজে পাবেনই । একটা ছেলে যখন ভালোবাসে তার সময় , টাকা ও সততা মেয়েটির জন্য খরচ করে । আর একটা মেয়ে যখন ভালোবাসে তখন সে তার মায়া ও সততা এবং প্রেম দিয়ে আগলে রাখে ।
~মাসুমা ইসলাম নদী-
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |