এমন কাউকে চুজ করো জীবনে যে সব সময়ই তোমাকে বেছে নেয় , জীবনের প্রতিটা আপস এন্ড ডাউনে তোমার পাশে থাকে ।তোমার কাছে নিজেকে জমা দিতে গিয়ে সে শান্তি খুঁজে পায় । তোমাকে শত রাগ কিংবা অভিমানে অপমান করে না । তোমার কাছে যে মানুষটা আশ্রয় খোঁজে দিন শেষে ।
কারন আমরা ভুল মানুষের পাল্লায় পড়ে জীবনের বহু মূল্যবান সময় ব্যায় করি । আমরা সঠিক মানুষের মূল্যায়ন সঠিক সময়ে করতে পারি না । প্রেমের মত দেখতে অনেক মোহ আমাদের জীবনে আসে কিন্তু প্রেম ভেবেই যখন নিজেকে জমা দেই তখনই অপর পাশের লোকটা নিজের আসল রূপ প্রকাশ করে । তখন নিজেকে গুটিয়ে নিলেও ভুল মানুষকে ভালোবাসার যন্ত্রনাটা রয়েই যায় ।
তাই তো তুমি যাকে ভালোবাসো সে মানুষটা নয়, যে মানুষটা তোমাকে ভালোবাসে এবং চুজ করে , তাকে জীবনে গ্রহন করো শান্তিতে থাকতে পারবে ।
~মাসুমা ইসলাম নদী -
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |