এই যে শুনছো ? তোমার বিষন্ন মুখের মেঘে আমার সূর্য্য ডুবে গেছে । তোমার গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের পানি আমাকে ভাবনায় ডুবিয়ে দিয়েছে । আমি তোমাকে এক আকাশ পাঠালাম তুমি ভেসো নীলে । আমার সমস্ত আলো দিলাম তোমার অন্ধকার জুড়ে ।তুমি তবুও দুঃখ ভুলো ।
তুমি হাসো তো একবার , এই যে হাসি দেখার জন্য আমি বারে বারে ফিরি । তুমি কি জানো আমার কাছে তোমার হাসির চেয়ে দামী কোন কিছুই নেই এ পৃথিবী জুড়ে ।
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |