আমার কেউ নেই , কেউ ছিল না এটা অভিমানে বলছি না অনুভবে বলছি । যারাই এসেছিল আমার জীবনে তাঁরাই আমাকে আলো ভেবে পথ চিনে বাড়ি ফিরে গেছে । নিঃসঙ্গ ল্যাম্প পোষ্টের মত বহুকাল দাড়িয়ে থাকতে থাকতে ভেবেছি বিধাতা আমার জন্য কাউকে বানায়নি ।
এক মাথার উপর আকাশ ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি । প্রচন্ড তৃষ্ণায় কথা বলার জন্য যখন প্রিয় মানুষটাকে খুঁজেছি তখন হাতড়িয়ে দেখতাম শুনশান নিরবতায় একটা মাথার উপর চাঁদ দাড়িয়ে তা ও অন্যের আলোয় আলোকিত ।
আমার কেউ নেই কেউ ছিল না । এ অনুভূতিটা বড্ড বাজে । আমি নিঃসঙ্গ আকাশ হয়ে আজন্ম শূন্যে ভেসে যাই এক আকাশ দুঃখ বুকে চেঁপে ।
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |