প্রিয় সোলমেট ,
আমার জীবনে তোমার দেখা পাবার আগেই আমাকে আমার ভুল গুলোর সাথে ক্রমাগত লড়তে শিখতে হয়েছিল । আমি ভুল মানুষকে আমার সমস্ত সততা দিয়ে বিশ্বাস করেছিলাম । আমার জীবনে একটা মনের বিশেষ অংশ তোমার জন্য ফাঁকা পড়েছিল । আমি তোমার খোঁজে অনেক মোহ থেকে নিজেকে আড়াল করেছিলাম ।আমি নিজেকে সবার কাছে বুঝাতে ব্যর্থ হয়েছিলাম যখনই , তখনই তোমার অপেক্ষায় আমি দিন গুনে ছিলাম ।আমি ক্লান্ত দিশেহারা হয়ে একাকী নিজেকে বন্দী করে নিয়েছিলাম আমার তৈরী পৃথিবীতে ।
প্রিয় সোলমেট , আমি জানি আমাকে তুমি কোন ব্যাখ্যা ছাড়াই বুঝতে পারবে । আমার ভুল গুলোর জন্য কখনো তোমার কাছে পরিপক্কতা প্রকাশ করতে হবে না । আমার মনের সংযোগে তুমি আমাকে জেনে নিবে ।আমার একাকীত্বে তুমি আলোক হবে । আমার জীবনের ব্যর্থ দিন গুলোতে আমাকে শিখাবে কি ভাবে নতুন করে বাঁচা যায় । কারন আমাদের আত্নার অংশীদার তো সেই হয় যে মানুষটা আমাদের ধারন করার অসীম ক্ষমতা রাখে ।
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |