সমস্ত ঘৃনা মনে নিয়ে বাঁচার চাইতে সামান্য ভালোবাসা নিয়ে বাঁচা ভীষন জরুরী ।
সমস্ত ফেইক ফিলিংস গুলো যখন ক্লান্ত হয়ে যায় মানুষ তখন তার ভুল বুঝতে পারে । তাই কারো প্রতি কখনো ঘৃনা পোষতে নেই । ক্ষমা করে মুভ অন করাটাই জীবন ।
আমি সব সময়ই কৃতজ্ঞতা জানাই যারা আমাকে বিমুখ করেছিল । আমি কৃতজ্ঞতা জানাই যারা আমাকে ভেঙ্গে দিয়েছিল । আমি কৃতজ্ঞতা জানাই যারা ভালো না বেসেই বলেছিলো ভালোবাসি । আমি কৃতজ্ঞতা জানাই আমার প্রতি যারা ঘৃনা পোষে রেখেছিল ।
তাদের প্রতিটা নেগেটিভ চিন্তার ফল আজকের
শান্ত আমিটা । তাদের প্রতিটা আঘাতের ফল আজকের সেল্ফ লাভ করা এই আমিটা । তাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারনেই আজকের এই ম্যাচিউর আমিটা ।
তাই ধন্যবাদ সবাইকে । আমি আশা করি পরবর্তী বছরটা আমার জন্য জীবন যাপন সহজ হবে ।
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |