দুঃখ ধারন করা মানুষ গুলোর মন নরম কাঁদার মত হয়ে দুঃখ লালন করতে করতে আঘাত ও প্রতিঘাতে তাদের মন হীরার মত শক্ত ও জ্বলজ্বলে হয়ে যায় । তাদের আত্না ও মন জানে মানুষকে কি করে ভালোবাসতে হয় । কারন তাদের জীবনে ভালোবাসার ও কেয়ারের অভাব বোধ তাদেরকে শিখায় ভালোবাসা ও কেয়ারহীন জীবন কতটা বেদনার । নিজের একাকীত্ব নিয়ে তারা সুখী হতে শিখে যায় এক সময় । যখন শিখে যায় একা থাকা , তখন তাকে কোন মানুষ হঠাৎ করে এসে তাকে আর নতুন করে ভেঙ্গে দিতে পারে না ।
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |