চারপাশে এত মানুষ অথচ তোমাকে বোঝার মত মানুষ কই ?
একটু খেয়াল করলে দেখবে তোমাকে ভালোবাসার মানুষের মোটেও অভাব নাই, কিন্তু তোমাকে বুঝতে পারে এমন একটা আস্ত মানুষের বড়ই অভাব !
.
১. একরাশ অভিমান নিয়ে তুমি যখন চুপ হয়ে যাও তখনও তোমার প্রিয় মানুষটা তোমার চুপ করে থাকার অর্থটা বুঝে না, তুমি যখন বুকে কষ্ট চেপে রেখে মুখে হাসি রাখছো, তখনও মানুষটা তোমার হাসির আড়ালে কষ্টটা ধরতে পারে না... অথচ মানুষটা তোমাকে ভালোবাসে। আজিব না ?
.
২. হাজারো পথ পাড়ি দিয়ে , সমস্ত সাংসারিক কাজ সেরে তুমি যখন ক্লান্ত শরীরে মানুষটার পাশে গিয়ে বসে কথা বলছো , তখনই মানুষটা হিসাব করতে থাকে, তার কত টা তারা আছে, তবুও তোমার ক্লান্ত শরীর ঐ মানুষটার চোখেই পড়লো না। অথচ মানুষটা তোমাকে ভালোবাসে!
.
৩. দামী বাড়ি, দামী গাড়ি, দামী রেস্টুরেন্টেও তোমার আসা যাওয়া, তখন কোনো বিশেষ দিনগুলোতে ঐ মানুষটাকেই তুমি কাছে পাওনা যে মানুষটা তোমাকে ভালোবাসে, তোমার কোনো কিছুই অভাব নেই, ভালোবাসারও অভাব নেই, শুধু তোমাকে বুঝার মতো একটা মনের অভাব। কারন তুমি দামী গিফট প্রত্যাশা করো না, শুধু তার উষ্ণতা চাও, কিন্তু সে বুজবে না ।
৪. তোমার সামান্য ভুলে যে মানুষটা তোমার সাথে রাগারাগি করে বাজে ব্যবহার করলো অথচ তোমাকে একবারও বুঝার চেষ্টা করলো না, কেন তোমার মন খারাপ, তখন ঐ মানুষটা যতই ভালো হোক না কেনো কিংবা যতই ভালোবাসুক না কেনো, তার কোনো মূল্য থাকে না!
পরিশেষ, 🖤
তোমাকে বুঝতে পারে এমন কেউ যদি তোমার জীবনে থাকে, তাহলে ঐ মানুষটা দেখতে যেমনই হোক তাকে আগলে রাখো, কারণ এ জগতে বুঝতে পারে এমন মানুষ পাওয়া বড় ভাগ্যের ব্যাপার, মানুষটাকে ভুল করে হলেও হারিয়ে যেতে দিও না!
কেউ যদি তোমাকে বুঝতে পারে সেখানে ভালোবাসা কতটুকু কিংবা কতদিনের সেটা দেখার দরকার পরে না, এমনিতেই ভালো থাকা যায়, আর কেউ যদি শত উপায়ে ভালোবাসার পরও বুঝতে না পারে তাহলে ঐ ভালোবাসার কোনো দাম থাকে না, ফিকে হয়ে যায়!" এই ভালবাসা কোন দরকারই নেই।
ছবিঃ~ বিডি ফটোগ্রাফস ১২৪
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |