পৃথিবীর সমস্ত সাদা ফুল গুলো আমার ভীষণ প্রিয় , কারন বর্নহীন ফুলে পবিত্রতার একটা আলাদা অনুভূতি খুঁজে পাই । মানুষ যখন জন্মে তখন এই ফুলগুলোর মতনই পবিত্র থাকে । তারপর পৃথিবীর রং ও রূপে নিজেকে হারিয়ে লোভ ও ছলের বশে মানুষের মন পরিবর্তিত হয় পাপের অধ্যায়ে নিজেকে ডুবায় ।কিন্তু যখন মানুষ মারা যায় এই বর্নহীন এক টুকরো কাপড় ছাড়া কিছুই নিয়ে যেতে পারে না। তখন ও আমাদের অপ্রাপ্তি ও দুঃখ গুলো ও জমে থাকে সাদা এই ফুলের মত বুকের গভীরে ।
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |