মানুষ হলো এমন এক প্রানী তারা সব সময়ই অন্যের প্যাম্পার চায় । তারা চায় কেউ তাকে আগলে রাখুক । তাই তো দেখবেন বন্ধু বান্ধব আত্নীয় স্বজন সবাই আপনি খোঁজ না নিলে তারা খোঁজ নিবে না । সম্পর্ক এক তরফা রক্ষা করা যায় না কিন্তু যখন দেখবেন আপনি একাই খোঁজ নিচ্ছেন অপর পক্ষের মানুষ গুলো আপনার খোঁজ নেয় না । তখন বুঝবেন আপনাকে তারা প্যাম্পার করার জন্যেই নিয়োগ দিয়েছে আপনি তাদের কাছে দূর মূল্যের বাজারে মুদ্রাস্ফীতির মত । প্রয়োজনে ডিমান্ড করে কিন্তু ভেল্যূ আপনার তাদের কাছে কখনোই নেই ।
~মাসুমা ইসলাম নদী
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |