[ad_1]
আসবো বৃষ্টি হয়ে,
একটু ছুঁয়ে দিতে;
যদি হও ছাতা তুমি,
হয়ে যাব হাওয়া আমি।
আমার মনে প্রাণ জুড়ে,
বৃষ্টির ধারা লুকিয়ে;
কাজল আঁখি তোমার,
হয়নি সেইভাবে চেয়ে দেখা কখনও আমার।
কথাতে মিষ্টি রবে,
বৃষ্টিতে বলবে যবে;
হইনি এখনো দেখা,
দেখা হবে বৃষ্টির ক্ষণে।
আমার সাথে তুমি মিলাও হাত,
প্রথমের মতো আমাকে দেখাও;
কানেতে মুখটা এনে,
ফিসফিস শব্দ করে,
বলবে তুমি আমায়;
প্রথমের সেই-সে দেখায়।
বৃষ্টি বিলাস তুমি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |