[ad_1]
যদিও খুব হিসেব কষেই চলছি —
তবুও মন থাকেনা মনের খাঁচায় বন্দী, চোরাবালি;পুষছি ডায়রির ভাঁজে –
যদি কখনো দাও ধরা এসে!
আজ সবুজ রঙে স্বপ্ন লিখছি আমার বুকে,
পথ হারানোর ভয় নেই আর আজ।
দেখো ক্যামন আগলে বুকে তোমাকে,
এখন তোমার মতোই আমি ভাবছি আজ।
জীবন যাত্রা একটি সফর সদায় হয়,
সবাই চলে যায় পথের উপরে।
তবুও আমি আমার স্বপ্ন আবির্ভাব করি,
পথ হারানোর ভয় নেই আমার জন্যে।
যদি হারি পথ একটি দিন,
তবুও দাও ধরা এসে পাশে আমার।
চোরাবালি যে খাঁচায় বন্দী,
এখন আমার স্বপ্ন তোমার সাথে ছেড়ে যাবার।
ডায়রির ভাঁজে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ৬টি মন্তব্য এসেছে।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |