[ad_1]
কেমন যেন শূন্য লাগে,
যেনো কোথাও কেউ নেই।
আসলে প্রিয়,সবাই আছে,
শুধু তুমিই সেথায় নেই।
কি করে বুঝাবো তোমাকে,
যে সবার মাঝে পাবো না তোমাকে?
একলা পথ চলতে শিখেছো,
এখন আমাকে প্রয়োজন নেই তোমার।
একাকী লাগে প্রতিদিন,
চাও তুমি পুড়াই আমি।
জলন্ত মোমের শিখার মত,
তবুও ভালোবাসি প্রিয়সী।
যেখানে তুমি আছো সেখানে সবাই আছে,
তবে না হলে পরে একা একা লাগে ।
তুমি জানো তুমি আছে আমার জীবনে,
তুমিই না আসলে শূন্য থাকে হৃদয়।
শূন্য হৃদয় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ৪টি মন্তব্য এসেছে।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |