[ad_1]
তোমাকে প্রতিদিন দেখি
কিন্তু তোমার কিছুই চিনি না‚
পুরোনো শহরের মতো-
বারবার হারিয়ে যাই!
অচেনা অতৃপ্তিতে।
তোমাকে প্রতিদিন দেখি
কিন্তু তোমার কিছুই জানি না‚
গভীর অরণ্যের মতো-
অচেনা সব শব্দে গা ছমছম করা!
পাহাড়, নদী, উপত্যকা, ঝরনা ঝিরির মতো
ম্রীয়মান লাগে।
তোমাকে প্রতিদিন দেখি
কিন্তু আমি কিছুই বুঝি না‚
অসীম সাগরের মতো-
এই বুঝি গিলে খেলো সবটা!
তোমাকে দেখা আমার সাত জন্মের স্বাধ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |