[ad_1]
সুখে থাকিস জলপ্রপাত
পাহাড় নিয়ে একান্তে।
উপত্যকা ভালো থাকিস
সবুজ ছুঁয়ে দিগন্তে।
ফেরার ঘন্টা তুলছে আওয়াজ
ডাকছে সময় দরজাতে।
কয়েকটা দিন ঘুরে গেলাম
তোর বসতে' ঘরটাতে —
আসছি এবার‚ ভালো থাকিস-
থাকলে আয়ু কপালে।
হয়তো বা ফের কাটিয়ে যাবো
তোদের পাড়ায় সে কালে।
গোধূলী বেলার মিলন সাঁঝে-
জীবন বৈঠা আঁকড়ে ধরে‚
ছন্দের টানে ভাসিয়ে দিয়ে-
ইচ্ছের স্রোতে আবেগ লড়ে।
সন্ধ্যার জানলায় সাক্ষী তারা-
মৌনতার আবেশ মেখে‚
কতো শব্দ মিলিয়ে যাবে-
কথাদের গোপন রেখে।
গোপন রেখো কথা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ৪টি মন্তব্য এসেছে।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |