[ad_1]
আকাশের কান্না আসে
তোমারই স্মৃতি ভাসে
জীবনের অবকাশে
থেকো তুমি আমার পাশে।
বৃষ্টি নামে অষ্টপ্রহর
শীতল পরিপাটি
জেনে রেখো প্রিয়তমা
প্রেম যে আমার খাটি।
তবুও প্রেম জেগে ওঠে
প্রতিদিনের পাতায়
নামটি তোমার আছে লেখা
জীবন স্মৃতির খাতায়।
কবিতার ছন্দে যখন
তোমার কথাই আসে,
সুরের তালে, গানের ভুবন
তোমারি সুবাসে।
স্বপ্ন যখন সত্যি হবে
কল্পনাটা বাস্তব
দিনে রাতে খুজি শুধু
তোমার অবয়ব।
বৃষ্টি নামে রোজ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |