[ad_1]
সময়ের আবর্তনে হারিয়েছি তোমায়
বলতে পারিনি ভালোবাসি।
খুঁজে ফিরি দিবানিশি হারানো তোমায়-
আহা প্রিয়সী পাবো কি তোমায়?
আজ অগোছালো স্মৃতি তোমাকে চাই-
আজ ভালোবাসার আড়ালে তোমাকে চাই
আজ চাহিদার অন্তরালে তোমাকে চাই
আজ স্পর্শহীন ভালোবাসায় তোমাকে চাই।
আজ শংকিত সাগরে নিমজ্জিত মন -
প্রশ্ন করে বারে বারে পাব কি ফিরে?
হতাশায় নিভে যাওয়া আশার প্রদীপ-
উজ্জ্বল হয় তোমায় ভেবে।
আজ সকল বাঁধা নিশ্চিহ্ন করে তোমাকে চাই
আজ ভাবনাগুলোর উর্ধে তোমাকে চাই
আজ সকল নিরবতা ভেঙে তোমাকে চাই।
তোমায় ঘিরে থাকা অন্ধকার হতে নিষ্কৃতি পেতে চাই
বস্তের অস্তিত্বে তেমাকে পেতে চাই
হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাকে চাই
আমি তোমাকে ফিরে পেতে চাই
জীবনের অন্তিমকালেও তোমাকেই চাই।
তোমাকে চাই - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |