[ad_1]
মেহবুবা, ওহে মেহবুবা,
তোমার সৌন্দর্য আমাকে আনন্দ উৎফুল্ল করে।
তোমার চুল একটি উজ্জ্বল তারার মত
তোমার চোখ যেন তারার নদী।
তোমার ঠোঁট দুটো গোলাপের পাপড়ি
তোমার কন্ঠ যেন মধুর সুর
তোমার স্পর্শ যেন মৃদু বাতাস
তোমার হাসি সূর্যের আলোর মতো।
মেহবুবা, ওহে মেহবুবা,
তোমার সৌন্দর্য অন্য কারো মত নয়
যখন তুমি কাছে আসো -
আনন্দ ও সুখ নিয়ে৷
মেহবুবা, ওহে মেহবুবা,
তুমি প্রিয় সুন্দর।
হৃদয় তোমার দয়ালু ও সত্য।
মেহবুবা, ওহে মেহবুবা,
হৃদয় ও আত্মা নিখাদ ভালোবাসা -
থাকবে চিরকাল।
তোমার সৌন্দর্য কখনই না হয় ম্লান।
যতদিন আমি বাঁচি, চিরকাল ভালবাসব।
মেহবুবা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
এখানে এপর্যন্ত ৪টি মন্তব্য এসেছে।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |