[ad_1]
প্রতি বছর দুটি করে মেজর রিলিজের ধারাবাহিকতায় গ্নোম উইকিতে প্রকাশিত গ্নোমের ডেভেলোপমেন্ট শিডিউল অনুযায়ী পরবর্তী মেজর ভার্সন গ্নোম ৪৫ রিলিজ হতে যাচ্ছে এ বছরের ২০ সেপ্টেম্বরে। এর আগে ১ জুলাই আলফা ও ৫ আগস্ট বিটা সংস্করণ রিলিজ হওয়ার কথা রয়েছে।
সম্ভাব্য নতুন ফিচারগুলো নিয়ে এখনই বলা না গেলেও গ্নোম ৪৫ সংস্করণ থেকে নতুন দুটি ডিফল্ট অ্যাপের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বেকার Cheese ও Eye Of GNOME অ্যাপগুলোকে রিপ্লেস করে ক্যামেরা অ্যাপ হিসেবে Snapshot ও ইমেজ ভিউয়ার হিসেবে Loupe দেখা যুক্ত হতে পারে। নতুন এই অ্যাপগুলো দেখতে মডার্ন ও Libadweita ও GTK 4-এর সাথে গ্নোমের বর্তমান লুক এন্ড ফিলের সাথে মানানসই- যদিও এখনও এখানে আরো ডেভেলোপমেন্ট প্রয়োজন।
প্রসঙ্গত, গ্নোম একটি জনপ্রিয় লিনাক্স ডেস্কটপ এনভায়রনমেন্ট- যা উবুন্টু ও ফিডোরার মত টপ নচ ডিস্ট্রোগুলোসহ জনপ্রিয় অনেক লিনাক্স ডিস্ট্রো নিজেদের মেইন ডেস্কটপ এনভায়রনমেন্ট হিসেবে প্রদান করে থাকে। গ্নোম ডেস্কটপ ট্রেডিশনাল ওয়ার্কফ্লোর বাইরে একটি ইউনিক এক্সপ্রেরিয়েন্স প্রদান করে থাকে।
সোর্স: OMG! Linux
একটি GR+ BD পরিবেশনা
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |