[ad_1]
—-
আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে এন্ড্রয়েড ইউজাররা সম্ভবত এই প্রথমবারের মত ভূমিকম্পের নোটিফিকেশন পেল।
এখনকার প্রতিটা স্মার্টফোনে নানা রকম সেন্সর থাকে। জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, এক্সিলারোমিটার।
এর মধ্যে এক্সিলারোমিটার ডিটেক্ট করে ভাইব্রেশন এবং শেকিং স্পিড। ভূমিকম্পের একটা প্যাটার্ন আছে। সেটা ডিটেক্ট করে এটার স্মার্ট সিস্টেম।
স্মার্টফোন হাত থেকে পড়ে গেলেও ভূমিকম্পের প্যাটার্নে শেক হতে পারে। এজন্য এন্ড্রয়েড ইউজ করে ক্রাউডসোর্স এপ্রোচ।
মানে ভূমিকম্প হইলে বেশ বিশাল একটা এলাকা নিয়েই কাঁপে। সেই এরিয়ায় যত স্মার্টফোন আছে সবগুলো থেকে পসিবল আর্থকোয়েক এলার্ট গুগলের আর্থকোয়েক ডিটেকশন সার্ভারে যায়।
লাখখানেক মোবাইলের এক্সিলারোমিটার থেকে যখন সেম প্যাটার্নের পসিবল আর্থকোয়েক সিগনাল একসাথে সার্ভারে যায় তখন গুগল সার্ভার সেটাকে আর্থকোয়েক হিসেবে নোটিফাই করে।
ফেইসবুকে অনেকের দেওয়া স্ক্রিনশটে দেখলাম রেড এলার্ট নোটিফিকেশন। আমারটায় রেড এলার্ট নাই।
লোকেশনে দেখলাম উৎপত্তিস্থল থেকে দূরে আছি।
এখানে কোন এরিয়ার স্মার্ট ডিভাইসগুলোয় এক্সিলারোমিটার কত স্পিডে এবং কত জোরে শেকিং হল সেটার ওপর ভিত্তি করে উৎপত্তিস্থল দেখিয়ে দিচ্ছে গুগল।
এবং কে কত দূরে আছে, তার এলাকায় কত মাত্রার ভূকম্পন হবে সে অনুযায়ী নরমাল এলার্ট বা রেড এলার্ট দিচ্ছে।
আপনার আমার সবার স্মার্ট ডিভাইসের এই এক্সিলারোমিটার আর এলগিরদম কাজ করছে মিনি সিসমোমিটার হিসেবে, আর ২ বিলিয়ন+ স্মার্ট ফোন মিলে এটা দুনিয়ার সবচেয়ে বড় আর্থকোয়েক ডিটেকশন নেটওয়ার্ক
পোস্ট ক্রেডিট-যুবায়ের আহমেদ
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |