[ad_1]
মোঃ আল আমিন বাবু, লালমনিরহাট॥ লালমনিরহাটের কালীগঞ্জে ইউপি ভবনের ছাদে ফল বাগানের উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকালে উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ ভবনে এছাদ বাগান উদ্বোধন করেন অত্র ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তাহির তাহু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃনাল কান্তি রায়, বিশ্বজিৎ রায়, সুমন মিয়া ইউপি সদস্য ইয়াকুব আলী, শরফ উদ্দিন শরিফ, রমজান আলীসহ অত্র ইউপি সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।
ছাদ বাগানের পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান তাহির তাহু জানান, তাঁর পরিষদ ভবনের ছাদের জায়গাটি শূন্য পড়ে থাকে তিনি বিশ্বাস করেন এছাদ বাগানে যেসব ফলের গাছ রোপণ করা হয়েছে তা থেকে ইউনিয়ন বাসীর ফলের চাহিদা অনেকাংশে পূরণ হবে। তিনি আরো জানন, এভাবে যদি ভবন মালিকরা ছাদ বাগান আগ্রহী হয়ে ওঠে তাহলে দেশীয় ফলমূলের চাহিদা অনেকটা মিটানো সম্ভব।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |