[ad_1]
আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার॥ চট্টগ্রাম বাঁশখালী ০৭ নং সরল ইউনিয়ন আওয়ামী যুব ও ছাত্রলীগের উদ্যোগে জালিয়াগাটা প্রাইমারী স্কুল সংলগ্ন মাঠে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি নাইট অলম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ সেমিফাইনালে বাঁশখালী একাডেমীকে ০-১ গোলে পরাজিত করেছে একই উপজেলার ছনুয়া এফসি একাদশ।
শুক্রবার ২৪ ফেব্রুয়ারী দিবাগত রাত ৯টা ৩০ মিনিটের সময় ৭ নং সরল ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারন সম্পাদক, একই ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি চট্রগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের শ্রম ও বিষয়ক সম্পাদক আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খোরশেদুল আলম এর উপস্থিতে খেলার উদ্বোধন করেন ওমান প্রবাসী মোহাম্মদ জামাল, এসময় উপস্থিত ছিলেন খেলার আরেক আকর্ষণ চট্টগ্রাম বাদুরতলা বিশিষ্ট ব্যাবসায়ী আবদুল মালেক চৌধুরী।
প্রধান অতিথি খেলোয়াড় হাজারো দর্শক স্রোতাদের উদ্দেশ্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে।
তিনি বলেন, অপসংস্কৃতি মাদক, সমাজকে গ্রাস করছে।এর থেকে পরিত্রাণ পেতে যুব সমাজকে খেলার প্রতি উদ্বুদ্ধ হয়ে মাঠে আসতে হবে।খেলা মনের অন্য যোগানের পাশাপাশি শারীরিক সুস্থতা অন্যতম মাধ্যম ও বলেন তিনি।
এতে বিশেষ অতিথি ছিলেন এস,এ, ই মাহাবুব,ইন্জিনিয়ার এল.জি.ডি অফিস বাঁশখালী চট্টগ্রাম। মোহাম্মদ সোহেল ওমান প্রবাসী, সাবেক ছাত্রনেতা সাংবাদিক আনিছুর রহমান শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ সাধনপুর বাঁশখালী। সাজ্জাদ, মোহাম্মদ শাওন সরকারি আলাওল কলেজ ছাত্রলীগ খেলা পরিচালনা কমিটির, মোঃ হারুন সিকদার, মোঃ আবদুল খালেক, হামিদ খান, বাবু চৌধুরী, মোঃ ফারুক, নেতৃত্বে এবং মোঃ হেলাল।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন ছনুয়া এফ সি এর খেলোয়াড় পায়েস।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |