[ad_1]
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা॥ রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় গঙ্গাচড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ওসি দুলাল হোসেন, ম্যাচ কমিশনার ও সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইয়েদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, কোলকোন্দ ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, যুব উন্নয়ন অফিসার মাহমুদুর রহমান, আনসার ভিডিপি অফিসার রেজকেকুজ্জামান, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহেদুল ইসলামসহ ক্রীড়া সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলা কোলকোন্দ ইউনিয়ন বনাম আলমবিদিতর ইউনিয়ন এবং গজঘণ্টা ইউনিয়ন বনাম বেতগাড়ী ইউনিয়নের মাঝে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় আলমবিদিতর ইউনিয়ন ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে কোলকোন্দ ইউনিয়ন ফুটবল দল এবং অপর খেলায় বেতগাড়ী ইউনিয়ন ফুটবল দলকে,, ২-১ গোলে পরাজিত করে গজঘণ্টা ইউনিয়ন ফুটবল দল।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |