[ad_1]
মোঃ শাহাদাত হোসেন রামগড়(খাগড়াছড়ি)॥ খাগড়াছড়ির রামগড়ে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।
৩১জুলাই সোমবার বিকাল ৪টায় রামগড় উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের বালক ফাইনাল খেলায় পাকলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ, নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বালিকা ফাইনালে পাকলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ , নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাসিং মরমার সঞ্চালনায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভাঃ) মানস চন্দ্র দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী,এছাড়া বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াছ হোসেন ।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড বালক অংক্যহ্লা মার্মা(পাকলা পাড়া), বালিকা পাউচিং মার্মা(পাকলা পাড়া ), সর্বোচ্চ গোলদাতা ছালাউ মারমা (পাকলা পাড়া ),বালিকা নয়ন মল ত্রিপুরা (পাকলা পাড়া) নির্বাচিত হয়ে ব্যক্তিগত পুরষ্কার লাভ করে।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন শুভ দে এবং সহকারী রেফারী ছিলেন, সম্পদ বড়ুয়া ও সৌরভ দে । ধারাভাষ্যকারে ছিলেন গোলাপ ত্রিপুরা। এছাড়া আরও উপস্হিত থেকে খেলা পরিচালনা ও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্হার সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন। আরও ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাএ, সাংবাদিক প্রমূখ।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |