[ad_1]
আব্দুল্লাহ আল মামুন: দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে নাঈম হোসেন (২৯) নামের এক আসামি কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। সে গড়িয়াডাঙ্গা গ্রামের মোঃ ইয়াদ আলী গাজীর ছেলে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) গিয়াস উদ্দিন, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন ঘরিয়াডাঙ্গা গ্রামস্থ ধৃত আসামী নাঈম হোসেন (২৯), পিতা-মোঃ ইয়াদ আলী গাজী এর বসত বাড়ির উঠানের সামনে পূর্ব পার্শ্বে বাগানের মধ্যে হইতে ০২টি গাঁজা গাছ, যাহার উচ্চতা যথাক্রমে ৮ফুট ৬ ইঞ্চি এবং ৭ ফুট ১ ইঞ্চিসহ আসামী ১। নাঈম হোসেন(২৯), পিতা-ইয়াদ আলী গাজী ,স্থায়ী: গ্রাম-ঘড়িয়াডাঙ্গা , উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। যাহার মামলা নং-০৮, তারিখ-২১/০৮/২৩, ধারা- ৩৬(১) সারণির ১৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানায়,আসামীকে ইং-২২/০৮/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
[ad_2]
Source link
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |