[ad_1]
আমি হলাম মুগ্ধ পাখি,
মুগ্ধ হয়ে তাকিয়ে তাকি
কখনো হাজার ফুল,
কখনও কবিতা কাকলি।
বাতাসের সাথে খেলা করি,
আকাশে উড়ে যাই;
কখনো হাসির মেলা,
কখনও মনের খেলা।
স্বপ্নের সুগন্ধে ভাসি,
অজানার আকাশে পাখি।
কখনও বৃষ্টির কণা,
কখনও সপ্নের আঁকি।
আমি হলাম মুগ্ধ পাখি,
বিহঙ্গের মতন মুগ্ধ সাক্ষী।
কখনো নতুন ভোরের গান,
কখনও সন্ধ্যা সাক্ষী।
আমি সেই মুগ্ধ পাখি নেশা,
জানি না সময়ের পেশা।
কখনো কাননের গান,
কখনও নির্জনের জানান।
সূর্যের প্রথম কিরণে জাগি,
নতুন স্বপ্নের সঙ্গে ভাগি;
কখনো বিকেলের ছায়া,
কখনও চাঁদের মিলন পাওয়া।
আমি হলাম সেই মুগ্ধ পাখি,
মুগ্ধ হয়ে জীবন রাখি;
কখনো সময়ের সাথে ধার,
কখনও নির্বিঘ্ন উড়ান সার।
আমি হলাম মুগ্ধ পাখি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |