[ad_1]
আজ সৃষ্টি উল্লাসে ভরে,
মা আনন্দময়ী হয়ে ওঠে।
আজকের দিনে আগমনী,
জীবনে নতুন রঙ ঝরে।
ছোট্ট তারা আসে আকাশে,
জন্মায় নতুন আশা-ভাসা।
মিলিয়ে জায় সবার মনে,
আনন্দের এই নতুন ছোঁয়া।
সেই ছোট্ট হাসি, সেই ভালোবাসা,
বড় হয়ে যাক পৃথিবী জুড়ে।
মা হোক সুখী, বাবা হোক গর্বিত,
ভাগ্নী হোক জীবনে অদ্বিতীয়।
শুভ জন্ম, নতুন করে ফিরে দেখা,
জীবনে হোক সব সুখ-শান্তি।
ছোট এই পৃথিবী, হোক তার জন্যে,
আলোর, আশার, সজল স্বপ্নান্তি।
উৎসর্গ - আপুর ঘর আলোকিত করে এলো দ্বিতীয় ভাগ্নি। সেই ছোট্ট সোনামণি জন্য।
নতুন জীবনের উদ্ভাস - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |