[ad_1]
বিষন্ন সন্ধ্যাজুড়ে তোমার হাসিমুখ
আমার নিজের বলতে এটুকুই সুখ!
অগোছালো দিনের শেষে
বিধ্বস্ত এক তরীর বেশে,
হাজারো বাঁধার ভীড়ে
বিমর্ষচিত্তে রোজ ফিরে আসো নীড়ে।
আমি যেন জল হয়ে যাই-
ঢেউয়ে ঢেউয়ে যেন আমি তীর খুঁজে পাই,
তোমার মুখে তাকিয়ে আমি ভুলি সব দুখ
আমার নিজের বলতে এটুকুই তো সুখ!
সুজলা আকাশে ঝলঝল তারা,
দূরের পথে নীরবতা গাহে গান।
জীবনের ময়না তোমার হাসিতে,
মন ভরে উঠে মিলনের উৎসবে।
চাঁদের কিরণে তোমার ছায়া,
বাতাসে বহে যায় মৃদু মায়া।
তোমার চোখের জ্যোতিতে ভাসে,
আমার প্রাণ, প্রেমের ভাষা খুঁজে পাশে।
মুগ্ধ চোখে তুমি আমি দেখো,
সকল বেদনা হারিয়ে যাক শেষে।
তোমার হাসি, আমার জীবন,
মিলে মিশে গাহে বিশ্ব প্রেমের গান।
সন্ধ্যার সুখ - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |